Dutch Bangla Bank Personal Loan ডিবিএল পারসোনাল লোন খুব সহজে DBBL Personal Loan Jokon Tokon

Dutch Bangla Bank Personal Loan ডিবিএল পারসোনাল লোন খুব সহজে DBBL Personal Loan Jokon Tokon


বাড়িওয়ালা, চাকুরীজীবি, ব‍্যবসায়ী ও সকল শ্রেণীর পেশাজীবিদের (ডাক্তার, চার্টার্ড একাউন্টেন্ট, প্রকৌশলি ইত্যাদি) জন‍্য ডিবিবিএল এর যখন তখন পারসোনাল ঋণ ।


ঋণ নেওয়ার যোগ্যতা :
যিনি ঋণ নিতে ইচ্ছুক তাকে প্রাপ্ত বয়স্ক মানে ১৮ হতে ৭০ এর মাঝে বয়স হতে হবে । 

ঋণ নেওয়ার জন‍্য চাকুরীজীবি প্রার্থীদের মাসিক সেলারি সর্বনিম্ন ১০,০০০ টাকা হলে আবেদন করতে পারবে । তবে এখান থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় । ঋণ নিতে গেলে অবশ্যই আগে ডিবিএলে ব্যাংক একাউন্ট থাকতে হবে । ঋণ নিতে গেলে অবশ্যই ঋণ যিনি নিবেন তাকে কিছু না কিছু জামানত দিতে হবে ।

সুবিধা সূমহ :
প্রক্রিয়া করণ ফি কম ।
ঋণ টেক ওভার সুবিধা ।
কোন জটিলতা নেই ।
লোন পরিষধের মেয়াদ ১২ থেকে ৬০ মাস সর্বোচ্চ ।
সহনশীল মাসিক কিস্তি
দ্রুত ও সহজ প্রক্রিয়া
 সুবিধাজনক মেয়াদ
মেয়াদ পূর্তির আগে সম্পূর্ণ অথবা আংশিক লোন পরিশােধের সুবিধা।
দেশের যেকোন স্হান হতে লোন গ্রহণ ও কিস্তি পরিশােধ এর সুবিধা।

ঋণ পরিশােধের নিয়মঃ
গ্রাহক সম পরিমাণ প্রতি মাসে কিস্তি (EMI) প্রদান করে মেয়াদান্তে সম্পূর্ণ লোন পরিশােধ করতে পারবে ।

মুনাফার হার সর্বোচ্চ ৯% হয়ে থাকে (পরিবর্তনশীল) । তবে যত কম সময়ে ঋণ পরিশোধ করবেন সুদের হার কমবে ।

অনুমোদন সময়কাল ১৫ দিন কর্মদিবস সময় নিবে । কত টাকা লোন পাবেন তা আপনার মাসিক ইনকামের ওপর কিছুটা নির্ভর করবে ।

আবেদন গ্রহন করতে কত দিন লাগবে :

সদ‍্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ।
ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি ।
আয় এবং পেশার প্রমাণাদি ।
যারা চাকুরি করে তাদের জন‍্য অফিস পরিচয় পত্র ও লেটার অফ ইন্ট্রো ডাকশন/ পে-স্লিপ / বেতন বা স‍্যালারি সাটিফিকেটের অনুলিপি/ নিয়ােগপত্র ইত্যাদি ।
- পেশাজীবিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিগ্রীর সনদ ।
- যাদের বাড়ি আছে অর্থাৎ বাড়ির মালিকদের জন‍্য  মালিকানার দলিল ও ভাড়া নেওয়ার রশিদ/ ভাড়াটিয়ার সাথে চুক্তিনাম ইত্যাদি ।
- ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স ।
৬ মাসের ব্যাংক হিস্টোরি/স্টেটমেন্ট ।
পার্সোনাল গ্যারান্টি ।
- ই টিন বা টিন সাটিফিকেট (লোন যদি ৫ লাখ বা অধিক হয় ক্ষেত্রে প্রযােজ্য)।
অন্যান্য প্রয়ােজনীয় তথ্যাদি ও জামানত ।


খারাপ সিআইবি এবং কর্পোরেট রিপোর্ট  থাকলে লোন পাবেন না ।