কৃষক থেকে শুরু করে যারা কৃষি খাতের সাথে জড়িত সকলের জন্য এই ঋণ । কৃষি ঋণ দেওয়া হতে পারে সাধারণত সরকারি কৃষি ব্যাংকের মাধ্যমে । (Farmer Loan in BD)
কৃষি ভিত্তিক বিভিন্ন শিল্পের মাঝে মৎস্য খাতে, পোল্ট্রি ফার্ম, গবাদিপশু পালন, ডেইরী ফার্ম, হাস মুরগি পালনে ঋণ দেওয়া হতে পারে । (Agricultural in Loan BD)
কৃষিজাত পন্য ধান, শাক সবজি, ভুট্টা, আলু, ফলমূল, পাট, ডাল ফসল, গম, আফ, চা, পেয়াজ, মসলা জাতীয় ফসল চাষের ক্ষেত্রে ও ঋণ/লোন দেওয়া হবে । (Bank Loan)
গ্রামের অর্থাৎ গ্রামাঞ্চলে যাঁরা ক্ষুদ্র এবং মাঝারি চাষি তাদেরো দেওয়া হবে ঋণ মাত্র ৪% সরল সুদে । (Low interest rate loan)
সারে খাতে ভর্তুকি বাবদ সরকার ৯০০০ কোটি, কৃষি যান্ত্রিকী করণের ক্ষেত্রে ১০০ কোটি, বীজের জন্য ১৫০ কোটি ও কৃষকদের জন্য আরও একশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ইতিমধ্যে ।