অনেকে আছেন যারা সরাসরি বিদেশে বসে থাকা অবস্থায় প্রবাসীরাই বিকাশ অ্যাপ ব্যবহার করতে চায় । কিন্তু অনেকে হয়তবা পারে না এর টিপস এন্ড ট্রিকস না জানার কারণে । বিকাশ এপস আপনি বিদেশে বসে থেকেও ব্যবহার করতে পারবেন ।
আপনি বিদেশে বসে থাকা অবস্থায় বিকাশ অ্যাপ ইউজ করে, যেকোনো ধরনের লেনদেন সরাসরি আপনি হয়তোবা সেন্ড মানি ক্যাশ আউট, সেন্ড মানি কিংবা আপনি যে কাউকে ফ্লেক্সি করতে পারবেন । সব সুবিধা আপনারা পেয়ে থাকবেন কোন ধরনের সমস্যা হবে না ।
বিশ্বের যে কোন দেশ সৌদি আরব , ইউএস, মালয়েশিয়া অর্থাৎ যেকোন দেশে বসে থাকা অবস্থায় বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন । টিপস এন্ড ট্রিকস দেখাবো দেখার জন্য এখানে টিউটোরিয়াল দেখুন । আপনাদের কাছে ভাল লাগলে এবং আপনাদের বিশ্বাস হয়ে থাকলে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ম্যাসেজ করতে পারেন কিংবা আপনি সরাসরি আপনার ভয়েস সেন্ড করতে পারেন ও সরাসরি আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন । এবং ফেসবুক পেজে লাইক দিয়ে সরাসরি আমাদের ম্যাসেজ করতে পারেন ।
Whatsapp Number : 01860412558
Facebook Page : https://bit.ly/2zjltiE
Facebook Page : https://bit.ly/2zjltiE
আমাদের কাছ থেকে আপনারা যদি এই সার্ভিসটা গ্রহণ করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা আমাদেরকে পে করতে হবে । আপনারা যদি আমাদের কাছ থেকে এই সার্ভিসটা গ্রহণ করেন তাহলে সুবিধা হচ্ছে এটা আপনারা সরাসরি সারা জীবন বিদেশে বসে বিকাশ অ্যাপ ইউজ করতে পারবেন একবার সার্ভিস চার্জ দিয়ে । আপনি যদি সরাসরি গুগল প্লে স্টোর থেকে সার্ভিসটা গ্রহণ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ দিতে হবে । কিন্তু আমাদের কাছ থেকে যদি আপনি সার্ভিসটা গ্রহণ করেন সেক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে ।আপনার সার্ভিস ইউজ করতে পারবেন এবং লাইফটাইম ব্যবহার করতে পারবেন কোন সমস্যা হবেনা । সম্পূর্ণ পদ্ধতি আমরা দেখিয়ে দেবো ।
প্রবাসী ভাই কিংবা বোনেরা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এই সার্ভিসটা গ্রহণ করতে পারেন ।
যারা পেইড নিতে ইচ্ছুক শুধু তারাই যোগাযোগ করবেন।
Whatsapp Number : 01860412558
Facebook Page : https://bit.ly/2zjltiE
Facebook Page : https://bit.ly/2zjltiE