কোমর ব্যথায় রেস্ট কি আসলেই গুরুত্বপূর্ণ ?


কোমর ব্যথায় রেস্ট কি আসলেই গুরুত্বপূর্ণ ?  

কোমর ব্যথা হলে আমরা ভাবি রেস্ট নিতেই হবে ৷ কোন কাজ করা যাবে না।  অনেক চিকিৎসকও রোগীকে চোখ বন্ধ করে বলে দেন ১ মাস বেড রেস্ট নিবেন এবং আর এই ওষুধগুলো খাবেন ৷ কেউ কেউ বলেন রেস্টে নিতে থাকেন আর ফিজিওথেরাপি নেন ৷ ফিজিওথেরাপি নিলে রেস্ট কিভাবে সম্ভব, আমার মাথায় আসে না। 


কোমর ব্যথায় বেড রেস্ট বিজ্ঞানসম্মতভাবে বিষয়টা পুরোই উলটো । হার্ভাড রিভিউ সহ এবং বহু উচ্চ গবেষনা অনুযায়ী দেখা গেছে,  কোমর ব্যথায় বেড রেস্ট নিলে ব্যথা আরোও বেড়ে যায় ৷ বিশেষত অনেক কোমর ব্যথার রোগী বসলে বা দাঁড়ালে ব্যথা বেড়ে যায় ৷ ফলে তারা ভয়ে বিছানায়  শুয়ে থাকে ৷ বিছানায় শুয়ে থাকলে ব্যথা সাময়িকভাবে কমলেও কোমরের মাংস পেশিগুলো দুর্বল হয়ে যায় ৷ পরবর্তীতে এই কোমর ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যায়৷ 


হঠাৎ করে কোন আঘাত জনিত কারণে তীব্র কোমর ব্যথা হলে বড়জোর  ১/২ দিন বেড রেস্ট নেওয়া যায়।  এর বেশি নেওয়া কোনভাবেই  উচিত নয়।  যতটা পারা যায় ততটাই একটিভ থাকতে হবে৷ 


এছাড়া কোমর ব্যথার রোগীরা শুয়ে থাকলে মানসিকভাবেও ভেংগে পরে ।  আর মানসিকভাবে ভেংগে পরলে এই কোমর ব্যথা ভাল কথা করা কঠিন হয়ে যায়৷ 


কোমর ব্যথার সবচেয়ে বেস্ট মেডিসিন হল একটিভ থাকা এবং এক্সারসাইজ করা ৷ 


অনেকে তাড়াহুড়ো করে ভয়ে অপারেশন করে পেলে৷ প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারলে, মটর সেনসরি ঠিক থাকলে   অপারেশন  কোনভাবেই উচিত নয় ৷  এবার আপনার এমআরআই রিপোর্ট যাই আসুক ৷ অনেক ক্ষেত্রে এক্সরে এম আর আই ভুয়া রিপোর্ট দেয়, যেটা বাস্তবিকভাবে শরীরের সাথে মিলে না৷ 
এছাড়া অধিকাংশ ক্ষেত্রেই কোমর ব্যথায় অপারেশন করলে কোমর ব্যথার তেমন কোন পরিবর্তন হয়  না।  তাই অপারেশন করার আগে অবশ্যই একাধিক ফিজিওথেরাপিস্টের মতামত নেওয়াও জরুরি ৷ 

ধন্যবাদ 
ডাঃ সাইফুল ইসলাম, পিটি 
কনসালট্যান্ট, ভিশন  ফিজিওথেরাপি সেন্টার৷